চারে ভারতের সমাধান কোহলি?

0

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে ভারত। এবারও তাদের চিন্তার কারণ চার নম্বর ব্যাটিং পজিশন। ২০১৭ সালের পর থেকে এই পজিশনে এক ডজন ব্যাটারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেউই থিতু হতে পারেননি লম্বা সময়ের জন্য। কিছুদিন আগে অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন এনিয়ে দুশ্চিন্তার কথা।

তবে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে চার নম্বরে বিরাট কোহলিকে পছন্দ ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর। ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিনেই ব্যাট করেছেন কোহলি। ২৬৫ ইনিংসের ভেতর ওয়ানডেতে চারে খেলেছেন ৪২ ইনিংস। যেখানে ৫৫.২১ গড়ে ১ হাজার ৭৬৭ রান করেছেন তিনি।

শাস্ত্রী বলেন, ‘কোনো খেলোয়াড়ই কোনো ব্যাটিং পজিশনের মালিক নয়। কোহলিকে যদি চারে ব্যাট করতে হয়, তাহলে দলের হয়ে চারেই ব্যাট করবে। আমি নিজেই আগের দুই বিশ্বকাপের জন্যও কোহলিকে চারে ব্যাট করানোর কথা ভেবেছিলাম। আমি এমএসকে-এর (সাবেক নির্বাচক) সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। আসলে প্রথমে যদি আমরা দুই বা তিন উইকেট হারিয়ে বসতাম, তবে দলের হাল ধরার জন্য মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন। চার নম্বর পজিশনেও কোহলির রেকর্ড কিন্তু বেশ ভালো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here