চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ, ভয় হয় মাঝেমধ্যে: ঋতুপর্ণা

0
চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ, ভয় হয় মাঝেমধ্যে: ঋতুপর্ণা

নতুন বছরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপরই পা ফেলতে হবে ২০২৬-এ। পুরোনো বছরের প্রাপ্তি থেকে শুরু করে নতুন বছরের পরিকল্পনা—সবকিছুর হিসাব-নিকাশ চলছে। যেমনটা কষছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

একদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর ক্ষত, অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের জয়জয়কার। সব মিলিয়ে ২০২৫ সালটা ছিল অভিনেত্রীর জন্য মিশ্র অনুভূতির বছর।  

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, এখনো প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে। ভাবতেই পারি না যে মানুষটা নেই। আর কোনোদিন দেখতে পাব না। সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করি, কষ্ট হয়। ভেঙে যায় ভেতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব। একরাশ আশা নিয়ে যাতে এভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি।

মাকে হারালেও কাজের দিক থেকে এ বছরটা যে খুব ভালো কেটেছে, সেটাও বলতে ভুললেন না অভিনেত্রী। তার কথায়, বছরটা খুব জমজমাট কেটেছে। যার মধ্যে অন্যতম হলো ‘পুরাতন’। সেটা নিয়ে সারা বিশ্বে হইচই পড়েছে। অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। ‘বেলা’, ‘গুডবাই মাউন্টেন’, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, ‘নজরবন্দি’, ‘ম্যাডাম সেনগুপ্ত’-র মতো ছবি রিলিজ হয়েছে। আরবাজ খানের সঙ্গে একটা হিন্দি সিনেমা রিলিজ হয়েছে। ভালো লেগেছে দর্শকের। বছরের শুরুর দিকে একটা ফরাসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলাম। টাইম স্কোয়াডের দুর্গাপুজোর ফেস ছিলাম এই বছর। ‘রেখা’ বলে একটি সিনেমায় দীর্ঘ বছর পরে মমতা শঙ্করের সঙ্গে কাজ করলাম। হায়দরাবাদে একটা নাচের অনুষ্ঠানও করেছি। সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। নতুন বছরেও আশা করি খুব ভালো কিছুই হবে।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেব। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারি। চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ হয়ে রয়েছে। ভয় হয় মাঝেমধ্যে। কিন্তু সবকিছুর মধ্যেই জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে হবে। ঈশ্বর যেন সেই পথ দেখান সবাইকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here