চাপের মুখে নতি স্বীকার মাস্কের, গ্রোকের বিতর্কিত এডিটিং ফিচারে বিধিনিষেধ

0
চাপের মুখে নতি স্বীকার মাস্কের, গ্রোকের বিতর্কিত এডিটিং ফিচারে বিধিনিষেধ

বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও আইনি চাপের মুখে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুল গ্রোকের ছবি এডিটিং ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনল ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। এখন থেকে যেসকল দেশে এআই দিয়ে আপত্তিকর ডিপফেক ছবি তৈরি করা আইনত নিষিদ্ধ, সেখানে গ্রোক ব্যবহার করে কোনো বাস্তব ব্যক্তির নগ্ন বা খোলামেলা ছবি তৈরি বা এডিট করা যাবে না।

এক্স কর্তৃপক্ষ বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তারা প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাস্তব মানুষের ছবিতে অন্তর্বাস বা বিকিনি যুক্ত করার মতো বিষয়গুলো ব্লক করে দিয়েছে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় গ্রোক নিষিদ্ধ হওয়ার পর এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে তদন্ত শুরুর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মাস্কের কোম্পানি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই পরিবর্তনকে তার অবস্থানের নৈতিক জয় হিসেবে বর্ণনা করেছেন। এর আগে স্টারমার গ্রোকের মাধ্যমে তৈরি করা আপত্তিকর ছবিগুলোকে লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন।এক্সের মতো প্ল্যাটফর্মের স্ব-নিয়ন্ত্রণের অধিকার কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে, যেখানে দোষী সাব্যস্ত হলে কোম্পানিটিকে তাদের বিশ্বব্যাপী আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটরদের মতে, এই ধরণের প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশুদের হয়রানি করা হচ্ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে এই কড়াকড়ির মধ্যেও ইলন মাস্ক তার আগের অবস্থানে অনড় থেকে দাবি করেছেন, গ্রোক মূলত প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত সেটিংসের অধীনে কাল্পনিক চরিত্রের ঊর্ধ্বাংশের নগ্নতা প্রদর্শনের অনুমতি দেবে, যা আমেরিকার আর-রেটেড সিনেমার মানের সমতুল্য। তিনি বিষয়টিকে বাকস্বাধীনতার সাথে তুলনা করলেও শেষ পর্যন্ত বিভিন্ন দেশের স্থানীয় আইন মেনে চলতে বাধ্য হয়েছেন। 

বিশেষজ্ঞরা বলছেন, এক্স এই সুরক্ষাকবচ তৈরি করতে অনেক দেরি করে ফেলেছে। এআই কীভাবে একজন বাস্তব ব্যক্তিকে শনাক্ত করবে কিংবা নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। বর্তমানে এই পরিষেবাটি শুধুমাত্র পেইড বা প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যাতে অপব্যবহারকারীদের জবাবদিহিতার আওতায় আনা সহজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here