চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

0

কুমিল্লার চান্দিনায় মারুতিকে বাসের ধাক্কায় লামহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর সরকারি মৎস্য খামারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামহা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। আহতরা হলেন দেবিদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরও ৪ জন। 

প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, চান্দিনা স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি দরজা খোলা মারুতিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই শিশু লামহা নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ওসি) দেওয়ান কৌশিক বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here