চাচাতো ভাইয়ের বটির আঘাতে ভাই খুন

0

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের বটির আঘাতে আরেক ভাই খুন হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই মাহাবুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী কনাকে গ্রেফতার করেছে।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুজনের ৮ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। বৃহস্পতিবার খেলার সময় দুজন ধাক্কাধাক্কি ও মারামারি করে। এ ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে চাচাতো ভাই মাহাবুল ও তার স্ত্রী কনা বটি দিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাকী হত্যার বিষয়টি স্বীকার করে জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হত্যার ঘটনায় অভিযুক্ত মাহাবুল ও তার স্ত্রী কনাকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আগের দিন বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাজল হোসেনকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই হত্যার ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here