চাকরি হারালেন রোনালদোদের কোচ

0

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন চলছিল, সৌদি আরবের ক্লাব আল নাসরে গিয়ে কোচ রুডি গার্সিয়ার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এ জন্য চাকরি হারাতে পারেন রুডি গার্সিয়া। শেষ পর্যন্ত এমনটাই ঘটলো!

এক বিবৃতিতে আল নাসের জানিয়েছে, ‘দলের কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আল নাসের ম্যানেজমেন্ট।’ বিবৃতিতে গার্সিয়াকে ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছে ক্লাবটি। 

তবে শুধু রোনালদোই নন, গার্সিয়ার ওপর নাকি আল নাসরের মালিকও খুব বিরক্ত ছিলেন। গত বছর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া। এক বছরে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here