যুক্তরাষ্ট্রের দুটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বিচার গণছাটাইয়ের বিরুদ্ধে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে। বৃহস্পতিবার একইদিনে ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের দুই আদালতের আদেশ অনুযায়ী চাকরি হারানো ১৯টি সরকারি সংস্থার ৫০ হাজারের অধিক শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহাল করতে হবে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প সরকারি ব্যয় কমাতে ও ফেডারেল কর্মীবহর ছোট করে আনতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) খুলে তার দায়িত্বভার দেন ধনকুবের ইলন মাস্ককে। দেড় মাসেই এই ডিওজিই সরকারি সংস্থাগুলোতে আতঙ্কের সমার্থক হয়ে উঠেছে। তাদের একের পর এক পদক্ষেপে চাকরি গেছে সাড়ে তিন লাখের অধিক কর্মীর।
আদেশ দুটির একটি দিয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জজ উইলিয়াম এইচ অ্যলসাপ এবং অপরটি দিয়েছেন ম্যারিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট জজ জেমস ব্রেডার। জেমস ব্রেডার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালে নির্দেশ দেন। তার আদালতে মামলা করেছিল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্য, যাদের যুক্তি ছিল ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে। অবশ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উভয় রায়ের বিরুদ্ধেই আপিল করা হয়েছে তাৎক্ষণিকভাবে।
ডিওজিই-র কোপ মূলত বেশি পড়েছে শিক্ষানবিশ কর্মীদের ওপর, যাদের চাকরির সুরক্ষা এমনিতেই কম। দ্বিতীয় দফা ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে ট্রাম্প প্রশাসন ফেডারেল সংস্থাগুলোকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল। সেদিনই দুই ফেডারেল বিচারক চাকরিচ্যুত হাজারো কর্মীকে পুনর্বহালে আদেশ দিলেন।