চাইনিজ তাইপের কাছে বড় হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
চাইনিজ তাইপের কাছে বড় হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে চাইনিজ তাইপেকে হারানোর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু বড় ব্যবধানে হারায় বাংলাদেশের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

শুক্রবার জর্ডানের আকাবায় ম্যাচ চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাইপর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকে ৮৯ মিনিটে গোল হজম করে ড্র। চাইনিজ তাইপের কাছে তো পুরো বিধ্বস্তই হতে হয়েছে। 

এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাসটা হলো না। 

জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচের ৯তম মিনিটে লিড পায় চাইনিজ তাইপে। বক্সে বাংলাদেশি ডিফেন্ডার অযথা ফাউল করায় বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল আদায় করেন তাইপের উ ক্যাই-শুয়ান। ৩৪তম মিনিটে ফ্রি–কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়ান তাইপের মিডফিল্ডার চুং ইউন চিয়েন।

বিরতির পর বাংলাদেশ আরও ৩টি গোল হজম করে। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের বাকি সময় সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। 

আরও ২ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্ব নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। 

গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পর আগস্টে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল। শুক্রবার অর্পিতারা জিতলে বাংলাদেশের তিনটি নারী দল এশিয়া কাপে খেলার কৃতিত্ব অর্জন করত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here