চাঁপাইয়ে মাঠজুড়ে হলুদের সমারোহ

0

মাঠের পর মাঠজুড়ে হয়েছে সরিষা আবাদ। যেদিকে চোখ যায় শুধুই হলুদের হাসি। কম খরচে অধিক লাভ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও নদীর ধারে অতিরিক্ত ফসল হিসেবে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হচ্ছে। চাষিরা জানান, চরাঞ্চলের বেশির ভাগ জমিতে সরিষা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় সরিষা আবাদ হয়েছে ৩২ হাজার ১৭২ হেক্টর জমিতে। সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠে হলুদ আর হলুদ। ফুলে ফুলে ভরে উঠেছে খেত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here