চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর রাখা ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।

রাত ৯টার দিকে ৫৯বিজিবির সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, চকপাড়া বিওপির নায়েক মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল ১৮৪ নম্বর মেইন পিলার হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালানো হয়। এসময় দুইজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ককটেলগুলো আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here