চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ টোল প্লাজার সামনে থেকে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি কালো রঙয়ের প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বোদ্য ডোলডোপ গ্রামের সামছুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৩১) ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গুফুরিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে নাসরিন আক্তার (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিদ তৌকির জানান, গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দিকে একটি মাদকের বড় চালানের খবর জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।