চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ১

0

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি হেরোইনসহ তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত তৌফিক হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত এন্তাজ মাঝির ছেলে। 

মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে চর হাকিমপুর গ্রামে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে  তৌফিকের ঘরের পিছনে প্রায় ২ ফুট মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৩ কেজি হেরোইন উদ্ধারসহ তাকে আটক করে। 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here