চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা জেম হত্যার ঘটনায় আটক ২

0

চাঁপাইনবাবগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ সাংবাদিকদের জানান, হত্যার পর থেকেই আসামিদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করে। এরইমধ্যে মূল হত্যাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। এই হত্যা মিশনে ১২ থেকে ১৫ জন সরাসরি অংশ নিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। 

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় শহরের উদয় মোড়ে খায়রুল আলম জেমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here