চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আহমেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ফয়সাল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর মহল্লার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল লতিফের ছেলে এবং শহরের বিজয় নার্সিং ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।

বুধবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কের রাজারামপুর পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ফয়সাল আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here