চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

0

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে মিজানুর রহমান নামে এক কর্মচারী। নিহত মিজানুর হচ্ছেন বরিশাল জেলার উজিরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ নেসকো অফিসের সাহায্যকারি পদে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার দুপুরে শহরের হুজরাপুর এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর এলাকায় ৩৩/১১ কেভি বিদ্যুতের লাইনে কাজ করছিলেন মিজানুর। এই সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক লেগে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে জেলা হাসপাতালের মর্গে মিজানুরের মরদেহটি রাখা হয়েছে। 
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তন্তর করা হবে এবং এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here