চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

0

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মো. রূপচান রনি জামিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

সোমবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রবিবার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রুপচান রনি। ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। রনি তিনটি বিওপির তালিকাভুক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক জানান, তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here