চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা প্রতিরোধে গড়ে তুলতে ইমাম, মুয়াজ্জিন, মুক্তিযোদ্ধা কমান্ডার, কাজী, প্রধান শিক্ষক/শিক্ষকা, এনজিও প্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে শিবগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের সভাকক্ষে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রজেক্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের পরিচয় বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি, মূল কারণসমূহ এবং বিভিন্ন পর্যায়ের কমিটি সক্রিয় করার বিভিন্ন দিক উপস্থাপন করেন।