চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনাকালীন পরিস্থিতিতে বন্ধ হওয়া ট্রেন চালু, বনলতা এক্সপ্রেস ট্রেনে আসন বৃদ্ধি ও মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, করোনাকালীন পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫ জোড়া ট্রেন বন্ধ হয়। পরিস্থিতি স্বাভাবিক হলেও গত দুই বছর ধরে এখনও ট্রেনগুলো বন্ধ রয়েছে। শোনা যাচ্ছে, আগামী এক বছরেও নাকি ট্রেনগুলো চালু করা হবে না। একটি বিশেষ মহলের কাছ থেকে সুবিধা নিয়ে এমনভাবে ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে জেলা থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী যাত্রীরা।
এর আগে জেলা শহরের নিমতলার জাসদের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা রাখেন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক কামরুল হক বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলী। সমাবেশে জাসদ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।