চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতুলী নামক স্থানে পদ্মা নদীতে নৌকাডুবির প্রায় ২৪ ঘন্টা পর নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে ছয়রশিয়া গ্রামের নিখোঁজ পাখির মরদেহ পদ্মা নদীতে ভেসে উঠলে স্বজনসহ স্থানীয়রা তা উদ্ধার করে। এর আধা ঘণ্টা পর একই গ্রামের নিখোঁজ নিজাম ও আব্দুর রহমানের মরদেহ একই স্থানে ভেসে উঠলে নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।