চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকা থেকে তিন কেজি হেরোইনসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
গ্রেফতারকৃত এবরান আলী মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এবরানের নিজ বসত বাড়ির কাপড়ের বাজার করা ব্যাগের ভেতর থেকে তিন কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

