চাঁপাইনবাবগঞ্জে ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

0
চাঁপাইনবাবগঞ্জে ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে মোসা. রোকসানা খাতুন নামে এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার কালীনগর গ্রামের বাসিন্দা।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০৫ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালে রোকসানা খাতুন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে এলে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা তাকে ডিভাইসসহ আটক করে কেন্দ্র নিয়ন্ত্রকের কাছে হস্তান্তর করেন।

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here