দেশচাঁপাইনবাবগঞ্জে কখন কোথায় ঈদের জামাতBy AmarNews.com.bd - April 20, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে পুরাতন স্টেডিয়ামে সকাল ৮টায়। অন্যদিকে সকাল সোয়া ৮টায় ফকিরপাড়া ঈদগাহে প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় সদর উপজেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।