‘এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন মাতাই’-এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনাববঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজ মাঠে গ্রাম বাংলার ঐহিত্যবাহী পিঠা-পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বালুগ্রাম আদর্শ কলেজের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কেটে দিনব্যাপী পিঠা-পুলির উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথন,সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ অন্যান্যরা।