এবারের ঈদুল ফিতরে বসুন্ধরার ইউটিউব চ্যানেল ‘বসুন্ধরা ডিজিটাল’ এর নতুন চমক রক স্টার জেমস ও তার নতুন গান ‘সবই ভুল’।
ঈদুল ফিতরের চাঁদ রাতে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে নতুন এই গানটি নিয়ে কোটি ভক্তদের সামনে আসছেন নগরবাউল খ্যাত ব্যান্ড কিংবদন্তি শিল্পী জেমস।
সোমবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে চাঁদ রাতে মুক্তি প্রতীক্ষিত গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলমসহ বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ এবং বসুন্ধরা ডিজিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ সময় জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। বসুন্ধরার আন্তরিকতা এবং কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। ভবিষ্যতে আরো কিছু একক গান তাদের সঙ্গে করবো। বসুন্ধরা ডিজিটালের জন্য শুভ কামনা। আশা করি এই প্লাটফর্ম দেশের এক নম্বর এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম হিসেবে অচিরেই জায়গা করে নিবে।
এম এম জসিম উদ্দিন বলেন, ভালো কিছু করার প্রত্যাশায় জেমস এক বছর সময় নিয়ে গানটি করেছেন। সবকিছু তিনি নিখুঁতভাবে করেছেন। মানের প্রশ্নে আপোষ করেননি। যার কারণে জেমসের নতুন এই গানটি তরুণ থেকে শুরু করে সব বয়সের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।
প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপ সেক্টর-এ কর্তৃক পরিচালিত ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউবের যাত্রা খুব বেশি দিনের নয়। নতুন হলেও ভিন্নধর্মী এবং সৃষ্টিশীল কনটেন্ট উপহার দেয়ার জন্য ইতিমধ্যেই চ্যানেলটি পেয়েছে দর্শকপ্রিয়তা। লক্ষাধিক সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি তাদের নিজস্ব পণ্যের সৃষ্টিশীল বিজ্ঞাপন ভিডিও ছাড়াও নিয়ে এসেছে বেশ কিছু মৌলিক ভিন্নধর্মী নাটক। যা সাড়া ফেলছে ইউটিউবের দর্শকদের মধ্যে। তারই ধারাবাহিকতায় নিজেদের প্রোডাকশন-এ দ্বিতীয় মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে এই ইউটিউব চ্যানেলটি।
নগরবাউল জেমস বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত বছরের ২৮ এপ্রিল বসুন্ধরা ডিজিটাল ইউটিউব প্লাটফর্মের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন জেমস। প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গেল বছরের ঈদুল ফিতরে। ধাপে ধাপে অন্যান্য গানগুলো এই চ্যানেল থেকেই প্রকাশিত হবে। গানের পূর্ণ স্বত্বাধিকার থাকছে বসুন্ধরা ডিজিটালের কাছে। প্রথম গানের পর প্রায় এক বছর পর জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে লেখা এবং জেমসের সুরে দ্বিতীয় মৌলিক গান নিয়ে আসতে যাচ্ছে।