চাঁদপুর-৪ : নৌকার প্রার্থী সফিকুর রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

0

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কার্যালয় ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোয় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সফিকুর রহমানের বিরুদ্ধে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূইয়া।

আজ চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে এই অভিযোগ দেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লা তপাদার আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূইয়ার ঈগল প্রতীকের একজন সমর্থক। এ ব্যাপারে নৌকার প্রার্থী সফিকুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here