চাঁদপুর জেলা পরিষদের সিইওর অতিরিক্ত দায়িত্ব পেলেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া

0

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে মো: গোলাম জাকারিয়া দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে পৌরসভার কাজে স্থবিরতা দেখা দেয়। এমতাবস্থায় কাজের গতি আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে চাঁদপুর পৌরসভার প্রশাসক নিযুক্ত করে। তিনি বেশ সুনাম ও দক্ষতার সাথে চাঁদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখিত দুটি পদ ছাড়াও বর্তমানে মো: গোলাম জাকারিয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত করা হয়েছে। এই পদে থাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন সম্প্রতি নরসিংদী জেলায় বদলি হয়েছেন। তার জায়গায় ডিডি এলজিডি ও চাঁদপুর পৌর প্রশাসক মো: গোলাম জাকারিয়াকে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)র আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
তিনি জেলা প্রশাসক কার্যালযয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের পাশাপাশি অতিরিক্ত এই দুটি দায়িত্ব পালন করছেন।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here