চাঁদপুরে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (০৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে হাইমচর উপজেলার চর ভৈরবী বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।