চাঁদপুরে ২৯ জেলের বিভিন্ন মেয়াদে সাজা

0

চাঁদপুরে ২৯ জেলের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় জেলা টাস্কফোর্স ২৯ জেলে, ৬টি মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করেছে।

ভ্রাম্যমান আদালত আটক ২০ জেলেকে ১ মাস করে কারাদণ্ড, ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক ৬ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকাল থেকে গভীর  রাত পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার লালপুর, কাচিকাটা ও মতলবের আমিরাবাদ এলাকায় জাটকা ধরাবস্থায় ২৯ জেলেকে আটক করা হয়।

পরে  জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, জাটকাগুলো গরীবদের বিতরণ এবং ৬টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জামিল হোসেন, কোস্টগার্ড স্টেশনের সিসি মো. জাসিম উদ্দিন, নৌ পুলিশের এসআই জহির আহমেদসহ কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here