চাঁদপুরে ১৮ কেজি গাঁজাসহ একজন আটক

0

চাঁদপুর লঞ্চঘাটে এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় ১৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করে দলটি। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার ভোর ৬টার দিকে চাঁদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় রাজদূত প্রাইম নামক একটি যাত্রীবাহী লঞ্চের ভেতরে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাকে থামার সংকেত প্রদান করে। অতঃপর ওই ব্যক্তির সঙ্গে থাকা ২টি ব্যাগ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here