চাঁদপুরে ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

0

চাঁদপুর মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মতলব উত্তর থানার এসআই সুজিত চন্দ্র দে, নাজিম উদ্দিন ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার ধনাগোদা নদী থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

মতলব উত্তর থানার ওসি আলমগির হোসেন রনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।বৃহস্পতিবার তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here