চাঁদপুরে ১৪১ রোগী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

0

চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৪১ রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে মোট ৭০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেক বিতরণের পূর্বে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, অনেকে এমন এমন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, যেসব স্থানের নাম তেমন একটা শোনা যায় না। আপনারা চিন্তা করেন যে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা তেমন ভালো না। আসলে তা সঠিক নয়। সরকারি হাসপাতালে এখন অনেক ধরণের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরামর্শ থাকবে, আপনারা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না। আমাদের চেষ্টা থাকতে হবে সঠিক জায়গায় সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান। অনুষ্ঠানে সিভিল সার্জন প্রতিনিধি, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here