চাঁদপুরে সাবেক এমপি শামসুল হকের জানাজা সম্পন্ন

0

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক এমপি ড. শামসুল হক ভূঁইয়ার জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১টায়  চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় তার ছোট ছেলে এহসানুল হক সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, বহু প্রতিষ্ঠান ও গুণগ্রাহী রেখে গেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুম ড. শামসুল হক ভূঁইয়াকে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here