চাঁদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

0

চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতাদের সাথে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পুলিশ সুপার সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা পুলিশ এই সভার আয়োজন করে।

পুলিশ সুপার তার বক্তব্যে মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয় অবগত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যকরি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালের নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইলিশ খচিত সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,  রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর প্রেস ক্লাবের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here