চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত ও তাহিম হাসান ফাহিম (১২) নিহত হয়েছে। নিহত ফাহিম এবং আহতরা হাজীগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন পরিবারের সদস্য।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সড়কের সদর উপজেলার কুমারডুগি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদার বাড়ীর বাসিন্দা ও সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো: হৃদয় (২২) ও তার স্ত্রী সামিয়া আক্তার (১৯)। নিহত ফাহিম কাজী মনির হোসেনের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুর আসেন। এরপর তারা চাঁদপুর থেকে অটোরিকশা যোগে হাজীগঞ্জ আসছিলেন। পথিমধ্যে কুমারডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সকলেই গুরুতর আহত হন। তন্মধ্যে গুরুতর আহত ফহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এসব তথ্য জানান, আহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে তার ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশা চালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করার পর সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত ফাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here