চাঁদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

0

চাঁদপুর জেলার কচুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. বোরহান উদ্দিন (৩৫) নামে মসজিদের ইমামকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি বোরহান উদ্দিন কচুয়ার নিশ্চিন্তপুর আকানিয়া গ্রামের ফকির বাড়ীর মৃত: তাজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় শাহী মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ধর্ষণের শিকার শিশু সুইটি (ছদ্মনাম) মসজিদের ইমামের নিকট শিক্ষা নিতেন।

কচুয়া থানার তৎকালীন এসআই জাহাঙ্গীর আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্ত শেষে ৩০ জুলাই তিনি আদালতে চার্জশীট দাখিল করেন।

সরকার পক্ষের পিপি এড. সাইদুল ইসলাম বাবু জানান, মামলাটি তিন বছরের অধিক সময় চলা অবস্থায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন এড. গোলাম রাব্বানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here