চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি আটক

0

চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ অভিযানে আকাশ (২৬) ও কবির নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৮ এপ্রিল) মধ্যরাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে আকাশ ও কবির নামে এই দুই মাদক কারবারি-গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ নিয়ে সেনাবাহিনী তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, তিনটি মুঠোফোন, নগদ ১১৭০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রাতেই এই দুজনকে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মহীউদ্দীন ফারুক জানান, আকাশ ও কবির চিহ্নিত মাদক কারবারি। তাদের পেশা হচ্ছে, মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা। 

তাদের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here