চাঁদপুরের ফরিদগঞ্জে অর্জুন চন্দ্র পাল পুকুরে মাছ ভাসতে দেখে পানিতে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এদিকে স্বামীর সাড়া শব্দ না পেয়ে অঞ্জলি রানী পালও পানিতে নামলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও মারা যান।
সোমবার দুপুরে উপজেলার গবিন্দপুর দক্ষিন ইউপি’র পশ্চিম লড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মৃত চিত্তরঞ্জন পালের ছেলে অর্জুন চন্দ্র পাল (৬৫) ও তার স্ত্রী অঞ্জলি রানী পাল (৫০)। অর্জুন চন্দ্র পাল পেশায় একজন মৃৎশিল্পী ছিলেন। এই সংবাদে ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তার করেন।