চাঁদপুরে ভোক্তা অধিদফতরের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

0
চাঁদপুরে ভোক্তা অধিদফতরের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং যৌথ বাহিনীর অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির অপরাধে রাজধানী বেকারিকে ৩০ হাজার, একই অপরাধে রাজশাহী বেকারিকে ৩০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স দেবিনাথ ফার্মেসিকে ১০ হাজার, একই অপরাধে বিথী ফার্মেসিকে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার, মূল্যতালিকা না থাকায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, একই অপরাধে হাজী স্টোরকে ৫ হাজার, মায়ের দোয়া মাংসের দোকানকে ৩ হাজার, এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকাসহ মোট ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও যৌথ বাহিনীর টিম সার্বিক সহায়তা প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here