চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

0

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। 

এসময় নেতৃবৃন্দরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারাদেশে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার কথা নিয়ে গণসমাবেশ করবে। সকল শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ করতে এই জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। 

একই সময় চাঁদপুর জেলার সকল উপজেলায় কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তামিমসহ চাঁদপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here