চাঁদপুরে বৈশাখী মেলার উদ্বোধন

0

চাঁদপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনব লেন, ‘নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি বিশ্বাস করি সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে। শুধুমাত্র নারীদের আয়োজন সেজন্য মেলার অনুমোদন দেওয়া হয়েছে। এই মেলায় শুধুমাত্র চাঁদপুরের উদ্যক্তারাই অংশগ্রহণ করতে পারবে।’

বর্ষবরণ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদপুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হবে। আমি চাই সেদিন চাঁদপুরের সকল মানুষ অংশগ্রহণ করবে। আমাদের সংস্কৃতি কেন্দ্র একটি ভালোমানের শোভাযাত্রার চেষ্টা করছি। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভা যাত্রা।’

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলাম প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here