চাঁদপুরে পথকুকুরকে দেওয়া হচ্ছে জলাতঙ্ক টিকা

0
চাঁদপুরে পথকুকুরকে দেওয়া হচ্ছে জলাতঙ্ক টিকা

জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে চাঁদপুর পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা প্রয়োগ করা হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রাণিসম্পদ দফতরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বেওয়ারিশ পথকুকুরকে জলাতঙ্ক টিকা দেয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১০ অক্টোবর সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম আজ শেষ হবে। এই লক্ষ্যে ঢাকা থেকে ৭ সদস্যবিশিষ্ট অভিজ্ঞ ‘ডগ ক্যাচার’ দল আনা হয়েছে। এছাড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের একজন মনিটরিং অফিসারসহ অভিজ্ঞ কর্মকর্তারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। তবে পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচির সময় বাড়ানো হতে পারে। কুকুরকে শত্রু মনে না করে প্রতিবছর জলাতঙ্ক টিকা দেওয়া উচিত বলেও জানান তিনি। 

জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, দুই সেশনে টিকা দান ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। প্রথম সেশন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন পরিচালিত হবে রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত। শহরের কুকুরগুলো যেন জলাতঙ্কে আক্রান্ত না হয় এবং মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত হয় সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে শহরে বেওয়ারিশ কুকুরের আনাগোনা বেড়ে যাওয়ায় জলাতঙ্ক টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, প্রতিমাসের উন্নয়ন সমন্বয় সভায় আলোচনায় হয় শহরে পথকুকুরের আনাগোনা বেড়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পথকুকুরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাণিসম্পদ দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর এই কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। এই কর্মসূচির মাধ্যমে আমরা শহরকে জলাতঙ্কমুক্ত ও নিরাপদ রাখতে চাই। জনসচেতনতা বাড়লে ভবিষ্যতে জলাতঙ্কজনিত ঝুঁকি আরও কমে আসবে বলে মনে করেন তিনি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here