ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে সদরে মেসার্স এবিএম ব্রিকস এর মালিক আফজাল হোসেনকে ২ লাখ টাকা এবং ফরিদগঞ্জে মেসার্স বাগপুর ব্রিকস এর মালিক মো. খোরশেদ আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের চৌকস দল সহযোগিতা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল