দেশজুড়ে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার পুরান বাজার ওসমানিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এবং জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, অর্থোপেডিক, নাক–কান–গলা, হৃদরোগ, চক্ষু, অ্যালার্জি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের মোট ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১ ও ২ নম্বর ওয়ার্ডের প্রায় তিন হাজার অসহায়, কর্মজীবী ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন—ড্যাব চাঁদপুর জেলা সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী (সার্জারি), ড্যাব সংগঠক ডা. সৈয়দ আহমেদ কাজল, নূরে আলম মজুমদার, মাহবুবুল আলম, মামুন, ডা. মো. সজীব, ডা. মীর মো. আকরাম আলী ও চক্ষু বিশেষজ্ঞ রাশেদুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এছাড়াও ডিপ্লোমা স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছিলেন প্রদীপ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, শাহাদাত হোসেন, হাবিবা ও টিপু প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য ফরিদ আহমেদ বেপারী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জেলা ড্যাব সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী বলেন, ‘চাঁদপুর জেলা বিএনপির সহযোগিতায় পুরান বাজারের ১ ও ২ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন হাজার মানুষের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যবস্থাপনায় ড্যাবের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ দিয়েছেন।’
আয়োজকরা জানান, ডেঙ্গু–চিকুনগুনিয়া পরিস্থিতি বিবেচনায় চাঁদপুর জেলায় আরও ফ্রি মেডিকেল ক্যাম্প, সচেতনতামূলক কর্মসূচি এবং ওষুধ বিতরণ অব্যাহত থাকবে।

