চাঁদপুরে ডাকাতের কবল থেকে রক্ষায় মানববন্ধন

0

চাঁদপুরের মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে চরউমেদ এলাকার কুখ্যাত ডাকাত সরদার আবু সাইদ ও তার সহযোগীদের অত্যাচার ও নির্যাতনের কবল থেকে রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে ইউনিয়নের চরউমেদ বাজার এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে। এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরকার, ইউসুফ বেপারী ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোসাম্মৎ সেরাতুন নেছা।

আরেক ইউপি সদস্য ইউসুফ বেপারী বক্তব্যে বলেন, চরউমেদ বাজারের নীরিহ দুই ভাই ক্ষুদ্র ব্যবসায়ী বাদল খান ও হৃদয় খানকে ব্যাপক মারধর করে আহত করেছে। কারণ তার ডাকাতির বিষয়ে স্থানীয় লোকজন তাদের দোকানে বসে কেন আলাপ করেছে। এই কারণে তাদের উপর নির্যাতন চালায়। এসব ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ করায় সে উল্টো এলাকার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা তার ও তার সহযোগীদের বিষয়ে মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশকে জানিয়েছি। ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদেরকে দেখেছেন। প্রশাসনের  নিকট আমাদের দাবী আমাদের এই এলাকা ডাকাত সরদার নাইম ও তার সহযোগীদের হাত থেকে রক্ষায় কঠিন শাস্তির ব্যবস্থা করে।

এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষরা নিরীহ লোকজনের উপর ডাকাত দলের নির্যাতন ও অত্যাচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here