চাঁদপুরের জেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন, জাতীয় শিশু দিবস ও কৃতি শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার ২০২১-২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ১৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গনে সমাবেশ শুরু হয়। বিকাল ৩টায় শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলেদেন এবং বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুরে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
ডিসি বলেন, আমাদের আবেগের বেগ থামাতে হবে। তোমাদের পড়াশুনা শেষ হওয়ার পর কি করবে সেই দিনগুলোর কথা চিন্তা করে আগাতে হবে। যোগ্য মানুষ হওয়ার চেষ্টা করবে। মানুষত আমরা সবাই। কয়জন সফল। তাই সফল হওয়ার চেষ্টা করতে হবে। সফল হতে হলে নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। আজকে তোমাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে কথা বলে তোমাদের মেধার যাচাই হয়েছে। অভিভাবকরাও তা শুনেছেন। তাই আপনারাও আপনাদের সন্তানদের দুর্বলতার বিষয়গুলো কাটিয়ে উঠার বিষয়ে যত্নবান হবেন।
সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্থা মোহাম্মদ মিজানু রহমান।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তারের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. বিল্লাল হোসেন ও খুরশিদ আলম শিকদার। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী মমিন উল্লাহ বীর প্রতীক একাডেমির শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, আমন্ত্রিত অতিথি, জনপ্রতিনিধি, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।