চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

0
চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতি তার বক্তব্যে বলেন, ‘চাঁদাবাজি ও সম্পত্তি দখলের সঙ্গে যারা জড়িত তাদের স্থান চাঁদপুরে হবে না।  তাদের স্থান জেলা বিএনপিতে নেই। খালেদা জিয়া ও তারেক রহমানের ঠিকানা বাংলাদেশ।  শেখ হাসিনার ঠিকানা ইন্ডিয়া।  আর আমাদের ঠিকানা বাংলাদেশ। দেশ নায়ক তারেক রহমান মসনদে বসতে পারলে চাঁদপুরকে ঢেলে সাজাতে পারব। শহরের যানজট কমিয়ে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে।  সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা। জনগণের কাছ থেকে ভোট প্রার্থনা করে ভোট আনতে হবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত প্রতীক্ষা সফল হবে। কারও ব্যক্তিগত স্বার্থ আপনারা হাসিল করার চেষ্টা করবেন না। ’

তিনি বলেন, আপনারা জানেন ফ্যাসিবাদিরা এখনো এদেশে  আছে। নব্য ফ্যাসিসবাদ জন্ম নিয়েছে। সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নব্য ফ্যাসিবাদ পুরাতন ফ্যাসিবাদিদের সহযযোগিতা করছে। কোর্টের বারান্দায় নব্য ফ্যাসিবাদরা পুরাতন ফ্যাসিবাদদের জামিন করায়। খুব সতর্ক ভাবে আপনাদেরকে চলতে হবে। কেউ যদি কোন উশৃঙ্খল কর্মকান্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক  এড. সেলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো: সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক  এড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। এসময়  বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে সভাপতির বাসভবন মুনিরা ভবনে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here