চাঁদপুরের হাইমচর উপজেলা চরভৈরবী লঞ্চঘাট এলাকার মেঘনায় ইলেকট্রিক শকে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। এসময় নৌকাসহ মাছ শিকারের সরঞ্জামাদি জব্দ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-মতলব (দ.) উপজেলা নায়েরগাঁও গ্রামের মো. উজ্জল মিয়া (৩০) ও মো. আসাদ মিয়া (২৫)।
এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ নৌ পুলিশ সদস্যরা।