চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপি নেতারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে নবযোগদানকৃত নেতাকর্মীদের বরণ করে নেন। এ সময় তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
যোগদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান।
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার আওয়ামী স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বলেন, যারা বিএনপিতে যোগদান করেছেন, তাদের এই যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন। এখন বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েছেন। আমাদের দল হালুয়া-রুটি ভাগাভাগির দল নয়। অতীতেও আপনারা আমাদের দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ কুড়ালী এবং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ বেপারী।

