চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

0

”পরিবর্তনশীল টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক কামরুল হাসান। র‌্যালি শেষে  চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here