চাঁদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

0
চাঁদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

চাঁদপুরের মোহনপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী পাঁচজনকে অস্ত্র, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন—এবাদুল্লাহ গাজী (৫০), আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও জোবায়ের খান (২৭)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটসংলগ্ন নদীতে কিবরিয়া মিয়াজির নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযান থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড সদস্যরা মোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি শর্টগান, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, একটি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here